খেলা

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রায় ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামলো টাইগাররা। দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। শুক্রবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল ১১টায়

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। টেস্ট অভিষেকের পর গত ২০ বছরে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এটি তৃতীয় টেস্ট।

সেই তিনটি ম্যাচই আবার এক সফরে। ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে স্বরণীয় সফরে তিন টেস্ট খেলেছিল বাংলাদেশ। অর্থাৎ গত ১৭ বছরে একবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেনি টাইগাররা।

দুই দলের মুখোমুখি দ্বৈরথে একক আধিপত্য পাকিস্তানের। দশ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে পাকিস্তান।

২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ডগড়া জুটিতে একমাত্র ড্র পায় বাংলাদেশ। এছাড়া আর কোন সাফল্য নেই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button