জাতীয়দুর্যোগরাজনীতিলিড নিউজ

ড. কামালের গাড়িবহরে হামলার প্রতিবেদন ২০ নভেম্বর

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২০ নভেম্বর দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর দারুসসালাম থানায় করা ওই মামলার তদন্ত প্রতিবেদন বুধবার দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।

২০১৮ সালের ১৫ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ আবুবকর সিদ্দিক আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানী দারুসসালামে বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে দারুসসালাম এলাকায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালান।

তারা একই সঙ্গে চাকু, লোহার রড, হকিস্টিকসহ লাঠিসোটা দিয়ে ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব ও রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা চালান। ওই সময় ড. কামাল হোসেনের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button