আন্তর্জাতিক

‘সৌদি তেল স্থাপনায় হামলার দায় ইরানের ওপর চাপানো ঠিক হবে না’

সৌদি আরবের দুটি তেল স্থাপনায় হামলায় ইরানের ওপর দোষারোপ করতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, পুরো দায় ইরানের ঘাড়ে চাপানো ঠিক হবে না।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। গত ১৪ সেপ্টেম্বর বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানকে দায়ী করছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলো।

ওই হামলায় উপসাগরীয় দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে পড়েছিল। বিশ্ববাজারে তেলের দামও আকাশছোঁয়া পর্যায়ে চলে গেয়েছিল।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে যুদ্ধরত হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছে। ইরান হামলা থেকে নিজেকে দূরে রেখেছে, পুরাদস্তুর যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছে।

বুধবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্সনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, ইরানকে দায়ী করা ঠিক হবে বলে আমি মনে করি না। ইয়েমেনের বিভিন্ন অংশ থেকে ওই হামলার ঘটনা ঘটেছে।

এরদোগান বলেন, যদি আমরা পুরো দায় ইরানের ঘাড়ে চাপাই, তবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সেটা সঠিক পথ হবে না। কারণ সচরাচর যেসব তথ্যপ্রমাণ রয়েছে, অকাট্যভাবে তা আসল ঘটনাকে নির্দেশ করে না।

ফক্সনিউজে এরদোগানের বক্তব্যের ইংরেজি ভাষার অনুবাদে এমনটিই বলেছে। বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, পরবর্তী কী পদক্ষেপ নেয়া যায়, তা নিয়ে মিত্র ও বন্ধু দেশের সঙ্গে পরামর্শ করছেন তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button