সারাদেশ

যশোরে প্রথম করোনাভাইরাস রোগী সনাক্ত

যশোর প্রতিনিধিঃ যশোর জেলায় প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) যশোরের মণিরামপুরে এ রোগী শনাক্ত হয়। তিনি পেশায় মণিরামপুর উপজেলার একজন স্বাস্থ্যকর্মী।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন  বলেন, ওই স্বাস্থকর্মীর জ্বর দেখা দিলে তার স্যাম্পল সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছিল।

৩৩ বছর বয়সী ওই স্বাস্থ্য সহকারী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে গিয়ে শিশুদের টিকাদান (আইপিই) কাজে নিয়োজিত ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার থেকে আজ রোববার ওই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার পজিটিভ ফল যশোরের সিভিল সার্জনকে জানানো হয়েছে। এই প্রথম যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো।

করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী বর্তমানে মনিরামপুর উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। তাঁকে যশোর বক্ষব্যাধি হাসপাতালের করোনা চিকিৎসা ইউনিটে নেওয়ার প্রক্রিয়া চলছে। যেসব চিকিৎসক তাঁকে চিকিৎসাসেবা দিয়েছেন এবং তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে কোয়ারেন্টিনে রাখাসহ এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button