ধর্ম

অমুসলিম পর্যটকরা মসজিদে প্রবেশ করতে পারবেন?

প্রশ্ন : অমুসলিম পর্যটকরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন?

উত্তর : মসজিদের আদব ও সম্মান রক্ষা করে অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারবেন। রাসুলুল্লাহ (সাঃ) অমুসলিমদের মসজিদে অবস্থান করতে দিয়েছেন, এ মর্মে হাদিসে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে। এ ক্ষেত্রে তাদের অবশ্যই শালীন পোশাক পরিহিত হতে হবে এবং মসজিদের পবিত্রতা বিনষ্টকারী সব কাজ থেকে বিরত থাকতে হবে।

স্মরণ রাখতে হবে, মসজিদ মুসলমানের ইবাদতের স্থান ও ঈমানের প্রতীক; কোনো পর্যটনস্থল বা বিনোদনকেন্দ্র নয়। মসজিদকে পর্যটনকেন্দ্র বানিয়ে ফেলা মসজিদের উদ্দেশ্য ও মর্যাদা পরিপন্থী কাজ।

সূত্র : সহিহ বুখারি, হাদিস : ৪৬৯; সহিহ ইবনে খুজাইমা, হাদিস : ১৩২৮; আহকামুল কোরআন, জাসসাস : ৩/৮৮; উমদাতুল কারি : ৪/২৩৭; বাদায়িউস সানায়ে : ৪/৩০৬; আল মুহিতুল বোরহানি : ৮/৬৭; আল বাহরুর রায়িক : ৫/২৫১

মন্তব্য

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button