রাজশাহী বিভাগসারাদেশ

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাটোরে লক ডাউনের মেয়াদ বাড়লো আরো ৭দিন

নাটোর প্রতিনিধি: করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নাটোরের দুটি পৌরসভা আরো ৭ দিনের লকডাউন বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে করে নাটোর সদর ও সিংড়া পৌরসভায় এই কঠোর লকডাউন পালিত হবে। এদিকে গত ২৪ ঘন্টায় নাটোরে করোনা আক্রান্ত হয়ে নাটোরে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন রাজশাহী মেডিকেল কলেজে একজন নাটোর সদর হাসপাতালে ও একজন বাসায় মারা গেছে। এনিয়ে জেলায় মোট ৩৮ জন মারা গেলেন। এদিকে ২৪ ঘন্টায় জেলায় ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ হয়েছে। এছাড়া নাটোর সদর হাসপাতালে ৩১ শয্যার করোনা ইউনিটকে ৫১ শয্যায় উন্নীত করা হয়েছে। এদিকে গত ৭দিনের কঠোর লকডাউনের আজ ৭ম দিনে শহরে পরিবহন ও জন সাধারণের উপস্থিতি বেড়েছে। শহরের মাদরাসা মোড় ও ছায়াবানী মোড়ে চেকপোষ্ট বসিয়ে শহরে প্রবেশাধিকার নিয়ন্ত্রনের চেষ্টা করছে পুলিশ। । কাঁচা পন্য ,ঔষধ ও মুদিখানা দোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button