দুর্যোগসারাদেশ

চাঁপাইনবাবগঙ্গে ভারতীয় দম্পত্তিকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব

জেলা প্রতিনিধি:  চাঁপাইনবাবগঙ্গ জেলার ভোলাহাট উপজেলায় অভিযান পরিচালনা করে বিদেশী
অস্ত্রসহ দুই জন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃতরা ভারতীয় দম্পত্তি।

আটককৃতরা হলো- ভারতের মালদাহ জেলার হবিপুর থানার গৌরামারী এলাকার ধুমবালু
কলোনী গ্রামের মৃত রাম পরিয়াক চৌধুরীর ছেলে রাম বিলাস চৌধুরী (৫৫) এবং তার স্ত্রী মৃত মতি চৌধুরীর মেয়ে কলাবতী চৌধুরী (৪৫)।

র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক বুধবার রাত সোয়া ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশ ভারত হতে বিপুল পরিমান অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল
কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমারের নেতৃত্বে জেলার ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামের আব্দুল কাশেমের বাড়ীর ১শত গজ দক্ষিনে পোড়াডাঙ্গা বিজিবি ক্যাম্প হতে রহনপুর যাওয়ার রাস্তার পূর্ব পাশে অভিযান পরিচালনা করে।

এ সময় ভারতীয় ওই দম্পত্তিকে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগজিন এবং ৫ রাউন্ড
পিস্তলের গুলিসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই দম্পত্তি আসামী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button