দুর্যোগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ এক কেজি হেরোইনসহ দুই যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি
হেরোইন জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে দুই যুবককে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাবের দাবী আটক যুবকদ্বয় মাদক ব্যবসায়ী। আটক যুবকরা হলো- জেলার সদর উপজেলার কল্যাণপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাদেক (২৭) এবং মো. আব্দুর রহিমের ছেলে মো. মিলন (২৮)। এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক রোববার দুপুর দেড়টায় এক প্রেস
বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, মাদক বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার সন্ধ্যা পৌণে ৬টায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি স্বজল কুমার সরকারের নেতৃত্বে জেলার  সদর  উপজেলার জামতলা এলাকার রোকেয়া টোমেটিক রাইস মিলের পূর্ব দিকে আধাপাকা মেইন রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি হেরোইন এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই যুবক মিলন ও সাদেককে হাতেনাতে আটক করে র‌্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকদ্বয় হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button