দুর্যোগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ বাবুবাটান পাখি উদ্ধার, বিক্রেতাকে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্টেডিয়াম মার্কেটের সামনে থেকে বাবুবাটান পাখি
উদ্ধার করেছে প্রকৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচার
চাঁপাইনবাবগঞ্জের কর্মীরা।
সোমবার সকালে বাবুবাটান পাখি বিক্রির সময় তারা এসব উদ্ধার করে। এ সময়
পাখিসহ পাখি বিক্রেতাকেও হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়। আট পাখি
বিক্রেতা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার দারিকুল গ্রামের কাইমুদ্দিন।
এ বিষয়ে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক রবিউল হাসান ডলার জানান,
যেহেতু পাখি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ সেহেতু সকালে বাবুবাটান পাখি
বিক্রির সময় কাইমুদ্দিনকে ধরার পর বিষয়টি সদর থানাকে অবহিত করি। পরে
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পাখি বিক্রিতাকে আটক করে। তার কাছ থেকে পুলিশ
প্রায় ২৫টি বাবুবাটান পাখি উদ্ধার করে। তবে সেভ দ্য নেচার
চাঁপাইনবাবগঞ্জের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কিছু পাখি বিক্রি করা
হয়। আর কাইমুদ্দিনের অপর এক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক কাইমুদ্দিন জিজ্ঞাসাবাদে জানায়, নাটোর থেকে তারা তিনজন এসে কারেন্ট
জাল দিয়ে সারা রাত পাখি ধরে এবং পাখিগুলো চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্রি
করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button