দুর্যোগসারাদেশ

ধামইরহাটে ইভটিজিংয়ের দায়ে কলেজ শিক্ষার্থীর ১ মাসের জেল

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-নওগাঁর ধামইরহাটে স্কুল শিক্ষার্থীতে ইভটিজিংয়ের দায়ের এক কলেজ শিক্ষার্থীর জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (১৮) চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনিতে অধ্যয়নরত শিক্ষার্থী উপজেলার নানাইচ গ্রামের মতিবুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে (১৪) ৫ নভেম্বর স্কুল থেকে বাড়ী ফেরার পথে উত্যক্ত করে।

বিষয়টি পরিবারকে জানালে ভিকটিমের ভাই বায়েজিদ বোস্তামিন বাদী হয়ে ৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে এ.এস.আই সারোয়ার জাহান সহ সঙ্গীয় থানা পুলিশের চৌকশদল উত্যক্তকারীকে আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় ইভটিজিং করার দায়ে আরাফাতকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button