দুর্যোগসারাদেশ

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী টুটুল আটক, দুই পুলিশ সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে নাশকতা, অস্ত্র
ও হত্যা মামলাসহ ১৭ মামলার পলাতক আসামী মো. টুটুলকে শনিবার দুপুর ১টার
দিকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকার নির্মাণাধীন
একটি বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ টুটুল হচ্ছে- সদর উপজেলার রামচন্দ্রপুরহাট ঘোনটোলা গ্রামের
ফজলু মোল্লার ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নাশকতা,
অস্ত্র ও হত্যা মামলাসহ ১৭ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী টুটুল
দলবলসহ মহারাজপুর মেলার মোড়ে নির্মাণাধীন একটি বাড়িতে অবস্থান করছে এমন
সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের
পেয়ে টুটুল ও তার সাথে থাকা অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি
চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীদের সাথে পুলিশের
বন্দুকযুদ্ধের একপর্যায়ে টুটুল গুলিবিদ্ধ হয় এবং তার সাথে থাকা অন্য
সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে সস্ত্রাসী টুটুলকে
গুলিবিদ্ধ অবস্থায় আটক করে আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য
প্রেরণ করে পুলিশ। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।
এদিকে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগজিন, ৫টিঁ রামদা ও
১২ বোতল খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত পুলিশের দুই
সদস্য সদর থানার এস.আই নজরুল ইসলাম ও কনস্টেবল মোহন আহত হয়ে
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

2 Attachments

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button