জাতীয়

সাংসদ পাপুলের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

অর্থপাচারসহ দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুর ২ আসনের আওয়ামী লীগের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন জানায়, আজ দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করা হবে।

কমিশন আরও জানায়, দুদক পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল সই করা চিঠিতে লক্ষ্মীপুর-২ আসনের সদস্য ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অবৈধভাবে গ্রাহককে লোন বরাদ্দসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থপাচার ও শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করা হয়েছে।  ওই চিঠিতে ১৭৪ পাতার নথিপত্র যোগ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button