দুর্যোগসারাদেশ

৮ বাংলাদেশিকে ভারতীয় থানায় হস্তান্তর

নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ৮ বাংলাদেশি কে আটক করে ভারতীয় জেলে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের ভারতের হরিপুর থানায় হস্তান্তর করে বিএসএফ।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করলে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের ফেরাতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান করে বিজিবি। কিন্তু বৈঠকে সাড়া না দিয়ে আটকৃতদের হরিপুর থানায় হস্তান্তর করে বিএসএফ।

নওগাঁ ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু তারা ভারতের অবৈধ অনুপ্রবেশ করেছে, সে কারণে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button