রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত বেসিক এন্ড গ্লোবাল জিএপি ইন ফ্রুটস এন্ড ভেজিটেবলস বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টারঃ পিকেএসএফ এর অর্থায়নে টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত প্রোমোটিং অব এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন প্রজেক্ট (পিএসিই) প্রকল্পের আওতায় “বেসিক অন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) এ্যান্ড গ্লোবাল জিএপি ইন ফ্রুটস এ্যান্ড ভেজিটেবলস” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল বুধবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।
টিএমএসএস এর পরিচালক মোহাম্মদ আলী মিঠু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালক ও চীফ (এইচইএম সেক্টর) মোঃ সোহরাব আলী খাঁন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরামর্শক (কৃষি) মোঃ আসাদুর রহমান,পরিচালক মোঃ মাহবুবর রহমান,পরিচালক মোঃ মাহমুদুর রশীদ প্রমূখ। প্রধান অতিথি মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে উন্নত রপ্তানী যোগ্য কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি চর্চা বাস্তবায়নের জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। যাতে করে দেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে কৃষিতেও রপ্তানী বৃদ্ধি পায়। টিএমএসএস এর পিএসিই প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সেশন পরিচালনা করেন জিএপি এ্যাসুরার স্পেশালিষ্ট ড. আব্দুর রফিক সরকার। উক্ত প্রশিক্ষণ সঞ্চালনা করেন টিএমএসএস’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button