খেলা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাজয়ের কারণ জানালেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরে গিয়ে রীতিমতো উড়ছিল বাংলাদেশ। একমাত্র টেস্টে স্বাগতিকদের ২২০ রানে হারায় মুমিনুল বাহিনী। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে তামিম বাহিনী।

টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও দুর্দান্ত জয় দিয়ে ধারাবাহিকতা ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্ত দ্বিতীয় ম্যাচে ২৩ রানে হারিয়ে সফরকারীদের মাটিতে নামাল সিকান্দার রাজার দল।

যদিও বিশ্লেষকদের মতে, নিজেরাই মাটিতে নেমেছে টাইগারর। বাজে ফিল্ডিং, অতি আগ্রাসী ব্যাটিং প্রবণতায় হারের তেতো স্বাদ নিয়েছে বাংলাদেশ।

অনেকের মতে, আত্মতুষ্টিতে ভুগছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই এই পরিণতি।

তবে আর সব সমালোচনা মেনে নিলেও আত্মতুষ্টির বিষয়টি মানতে নারাজ মাহমুদউল্লাহ।

তার মতে, পরিকল্পনা প্রয়োগের অভাবেই হেরেছে দল।

ম্যাচ শেষে পাঠানো এক ভিডিও বার্তায় পরাজয়ের কারণ ব্যাখ্যা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘আত্মতুষ্টিতে ভুগছি এমন কোনো মনোভাব মাঠে আমাদের ছিল বলে মনে হয় না। এই ম্যাচের জন্যও আমাদের পূর্ণ মনোযোগ ছিল এবং ভালো করতে প্রত্যয়ী ছিলাম। হয়তো বা পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে পারিনি। এ কারণে ম্যাচটা হেরেছি।’

হারের কারণ জানাতে অবশ্য বেশ কিছু দায় নিজের কাঁধে নিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক। বড় জুটি গড়তে না পারাকেই দূষলেন প্রথমত। বললেন, ‘ব্যাটিংয়ে গ্রুপ হিসেবে আজ আমরা ক্লিক করতে পারিনি। কোনো বড় পার্টনারশিপ করতে পারিনি। ১৬০ রানেরও বেশি তাড়া করতে গেলে ভালো শুরু গুরুত্বপূর্ণ। তাও করতে পারিনি। তাই ফলাফল পক্ষে আসেনি।’

আগ্রাসী ব্যাটিংয়ের প্রবণতাকে দায়ী করলেন না রিয়াদ। বললেন, ‘না, অমন ব্যাটিং এপ্রোচ নিয়ে আমি হতাশ নই। ১৬০ রান তাড়া করতে গেলে ঝুঁকি নিতেই হবে। দ্রুত ২-৩ উইকেট হারিয়ে ফেলায় চাপে ছিলাম। একটা ৩০ আর একটা ৫০ রানের পার্টনারশিপ হলে জয়ের ভিত তৈরি হয়ে যেত।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button