বোয়ালখালীতে গুলিতে যুবক নিহত, বাবা গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ বটতল খলিল তালুকদারের বাড়িতে বিরোধের জেরে গুলিতে মো. নাছের (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তার বাবা আলী মদন (৬০) গুলিবিদ্ধ হন।
শুক্রবার (১৫ মে) মধ্যরাতের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শওকত ও জসিম নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার রাতে প্রতিবেশী নাছের ও শওকতের পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরে গোলাগুলিতে নাছের মুত্যু হয়েছে। নাছেরের বাবা আলী মদন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে বেশকিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। ঘটনা জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।