আন্তর্জাতিক

তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে এস-৪০০ কেনার চুক্তি থেকে বেরিয়ে না এলে তুরস্কের ওপর মার্কিন কংগ্রেস নিষেধাজ্ঞা আরোপ করবে। এমনি হুমকি দিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেন, চুক্তি থেকে সরে না দাঁড়ালে নিষেধাজ্ঞার মুখে পড়বে তুরস্ক।

এই নিরাপত্তা উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে অনেকবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ন্যাটো জোটে রুশ সমরাস্ত্রের কোনো স্থান নেই। এ জোটের সদস্য হিসেবে তুরস্ক রাশিয়ার নিকট থেকে এস-৪০০ অস্ত্র কিনতে পারে না।

রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০ কেনাসহ আরো কিছু বিষয়ে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। মার্কিন সরকারের দাবি, তুরস্কে এস-৪০০ মোতায়েন করা হলে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমানের নিরাপত্তা বিঘ্নিত হবে।

রাশিয়ার কাছ থেকে ২০১৭ সালের ডিসেম্বরে এস-৪০০ কেনার চুক্তি করে তুরস্ক। এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশের পাঁচ থেকে ৬০ কিলোমিটার দূরত্বের যেকোনো ট্যাকটিক্যাল ও ব্যালিস্টিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করা সম্ভব। এছাড়া এটি একসঙ্গে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button