অটোমোবাইল ওয়ার্কশপ আধুনিকীকরণের মাধ্যমে উদ্যোক্তা এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা

টিএমএসএস এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় অটোবোইল ওয়ার্কশপ আধুনিকীকরণের মাধ্যমে উদ্যোক্তা এবং পরিবেশ উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় এইচআরডি এন্ড ট্রেনিং মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন পরিবেশ বাঁচিয়ে উন্নয়ন করতে হবে। পরিবেশ বান্ধব ওয়ার্কশপ গড়ে তুলতে পারলে পরিবেশও বাঁচবে উন্নয়নও হবে। পরিবেশ বান্ধব ওয়ার্কশপ গড়ে তোলার ভাবনাটা অত্যন্ত সময়োপযোগী। এই প্রকল্পের মাধ্যমে ওয়ার্কশপ গুলো হবে পরিবেশ বান্ধব। ভাল পরিবেশে শ্রমিকরা কাজ করবে। দেশের আর্থ সামাজিক উন্নয়ন হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের চীফ ইন্সট্রাক্টর পাওয়ার মোঃ হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর যুগ্ম-পরিচালক মোঃ কামরুজ্জামান খান, ডমিন প্রধান (অপাঃ-৩) রাজশাহী এসএম বাবুল, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়ার সভাপতি মোঃ আইনুল হক তরফদার পাইলট। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট প্রকল্পের ফোকাল পার্সন মোঃ মনিরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন টিএমএসএস‘র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস‘র সিনিয়র সহকারী পরিচাললক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। উল্লেখ্য এই প্রকল্পের মাধ্যমে বগুড়া ও নওগাঁ জেলায় ৭০০ উদ্যোক্তা/ওয়ার্কশপের উন্নয়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।