ইনডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের উদ্যোগে ও টিএমএসএস সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

ইনডিপেন্ডেন্ট জেনারেল হসপিটাল, ইনডিপেন্ডেন্ট সোসাইটি, ইনডিপেন্ডেন্ট মডেল স্কুল এন্ড কলেজের বাস্তবায়নে ও টিএমএসএস এর সহযোগিতায় আজ শনিবার বগুড়া শহরের জলেশ্বরীতলায় হাসপাতাল চত্বরে গরীব দুস্থ শীতার্তদের মাঝে কম্বল ও ভ্যাসলিন বিতরণ করা হয়। বিতরণ করেন ও বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালনা পর্ষদের উপদেষ্টা, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মীরা, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও সাবেক কোষাধ্যক্ষ আয়েশা বেগম, উপদেষ্টা মিনতি আক্তার বানু, ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন,পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, ইনডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতালের উপদেষ্টা একেএম নজমুল হুদা, সহ- সমাজসেবা জেলা কর্মকর্তা নুরুল ইসলাম, শজিমেক এর সাবেক অধ্যাপক ডা: রেজাউল আমিন ফেরদৌসী নয়ন, ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাশার প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনডিপেন্ডেন্ট জেনারেল হাসপিটালের চেয়ারম্যান প্রফেসর গুলজার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুর রহমান।