রাজশাহী বিভাগ

টিএমএসএস‘র কর্মীগণকে মারপিট মামলায় বগুড়ার ঠেঙ্গামারার মান্নানসহ ৩ জনের জামিন না মঞ্জুর

জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার ঃ বগুড়া সদর থানাধীন টিএমএসএস এর প্রতিষ্ঠা কার্যালয় সংলগ্ন ঠেঙ্গামারা মৌজাস্থ একটি জমিকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীসহ টিএমএসএস এর কর্মীগণকে বেদম মারপিট করায় টিএমএসএস এর পক্ষ থেকে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। গতকাল মামলাভুক্ত আসামীগণ বগুড়ার অতিঃ জেলা ম্যাজিঃ আদালতে জামিনের প্রার্থনা করলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে মামলাভুক্ত আসামীগণের মধ্যে আব্দুল হাকিম মান্নানসহ ৩ জনের জামিন না মঞ্জুর করে বিচারক জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

ঘটনাসূত্রে জানা গেছে, ঠেঙ্গামারা মৌজাস্থ ১৯৯১ সালে টিএমএসএস কর্তৃক একটি জমি ক্রয় পূর্বক খারীজ খাজনা সম্পন্ন অন্তে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল। কিছুদিন পূর্বে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোঃ আব্দুল হাকিম মান্নান হঠাৎ করে উক্ত সম্পত্তি পৈত্রিক সূত্রে পাবেন মর্মে জোরপূর্বক বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে দখলের চেষ্টা করলে স্থানীয় লোকজনসহ টিএমএসএস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বাঁধা প্রদান করেন। তখন মান্নানের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনগণসহ টিএমএসএস এর প্রায় ১০-১২ জন ব্যক্তিবর্গকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। তাদের বেশ কয়েকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে টিএমএসএস এর পক্ষ থেকে আজীবন সদস্য মোছাঃ আয়শা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় ১৫/০১/২২ তারিখে ৩৭ নম্বর মামলা দায়ের করেন। গতকাল মামলাভুক্ত আসামীগণ বগুড়ার অতিঃ জেলা ম্যাজিঃ আদালতে জামিনের প্রার্থনা করিলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে আব্দুল হাকিম মান্নান, আব্দুল হালীম ও আলম এই ৩ জনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। আসামীগণ বগুড়া সদর থানাধীন ঠেঙ্গামারা গ্রামের শাহজাহান আলীর পুত্র। আসামী পক্ষে শুনানী করেন এ্যাডঃ রেজাউল করিম মন্টু এবং বাদী পক্ষে শুনানী করে কোর্ট সাব ইন্সপেক্টর আব্দুল মান্নান সরকার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button