রাজশাহী বিভাগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে করোনার টিকা প্রদান শুরু, প্রথমেই নিলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও  প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের দ্বিতীয় তলায় করোনা টিকাদান কক্ষে এর উদ্বোধন করা হয়। প্রথমেই জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ টিকা গ্রহণ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন। তারপরে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, ডা. গোলাম রাব্বানী, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন- বিএমএ’র জেলা শাখা সভাপতি ডা. দুররুল হুদা, ডা. ইসমাইল হোসেনসহ রেজিষ্ট্রেশন করা চিকিৎসক ও পঞ্চাশোর্ধ নারী-পুরুষ। টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন ও টিকা গ্রহণ শেষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমি নিজেই সর্বপ্রথমে টিকা নিলাম এবং জেলাবাসীকে এই টিকা গ্রহণের আহ্বান জানায়। জেলাবাসীকে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে টিকা গ্রহণ অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় জেলার পঞ্চাশোর্ধ সকল নাগরিককে টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করার আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, উদ্বোধনের প্রথম দিন রবিবার চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে সদর উপজেলার ১’শ ১৬ জনকে টিকা দেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button