রাজশাহী বিভাগ
দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ করোনাভাইরাসের ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের উদ্যোগে কর্মহীন ও দুঃস্থ্ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়ের জাহাঙ্গীর আলম। গত ২২মে শুক্রবার সকালে ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি সাংবাদিক আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক খোকন খান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। এ দিন ৩’শত জন কর্মহীন ও দুঃস্থ্যদের বাড়ি বাড়ি গিয়ে সেমাই,চিনি,দুধ,বাদাম ও কিসমিস বিতরণ করা হয়।