রাজশাহী বিভাগ
ধামইরহাটে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৩ জানুয়ারী উপজেলা মইশড় গ্রামের দিন মজুর জয়নাল আবেদিন (৬২) চকময়রাম গ্রামের আলতাফ মন্ডলের বাড়ীতে দিন হাজিরা কাজ শেষে বিকেল ৫ টায় সাইকেল নিয়ে বাড়ীতে ফিরছিল। পথে আবিলাম মোড়ে পৌছলে পিছনদিক জয়পুরহাট থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক সাইকেল আরোহী জয়নাল আবেদিনকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সাইকেল আরোহী জয়নাল রক্তাক্ত যখম হয়। স্থানীয়রা আহত জয়নালকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জয়নালের অবস্থার খারাপ দেখে রামেক হাসপাতালে রেফার্ড করেন। স্বজনরা রাজশাহী নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহন করার সময় সন্ধ্যা সাড়ে ৫ টায় হাসপাতালেই তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন।