রাজশাহী বিভাগ

ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিজিবি জানান, বুধবার (৯ মার্চ) দুপুর পোনে ১টা থেকে ২ টা পর্যন্ত বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ভারতের প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, মালদা এর মধ্যে সীমান্ত পিলার ২৫৭/১৮-আর এস নিকটবর্তী রামচন্দ্রপুর নামক স্থানে ভারতের অভ্যন্তরে (জিআর নং ৭১৮৮৭৩) বিএসএফের আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি অধিনায়ক পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
   অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রী শুপ্রিয়া বকত কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুর, মালদা। বর্ণিত সভায় অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় উভয় পক্ষের উন্নয়ন মুলক কর্মকান্ড এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সৌহার্দ্য পুর্ণ পরিবেশে সমন্বয় সভা শেষ হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button