সারাদেশ

ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাকে অপদস্থ করলেন জেলা পরিষদ সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড ফুলবাড়ী উপজেলার সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধাকে অপদস্থ করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই মুক্তিযোদ্ধা ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা গ্রামের শাহবাজার এলাকার হাবিবুল্যাহ মিয়া(৭৫)। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২৯ মার্চ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আহাম্মদ আলী পোদ্দার রতনের সাথে ওই মুক্তিযোদ্ধার পারিবারিক বিবাদ চলে আসছে। এজন্য বিভিন্ন সময়ে ওই মুক্তিযোদ্ধাকে গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেন জেলা পরিষদ সদস্য রতন পোদ্দার। এমনকি শাহবাজার মসজিদে নামাজ পড়তে গেলেও গালিগালাজ করেন তিনি। ২৯ মার্চ সকাল ৯ টার দিকে শাহবাজারে এলে মুক্তিযোদ্ধা হাবিবুল্যাহ মিয়ার ওপর চড়াও হন রতন পোদ্দার।

এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে শারীরিকভাবে আঘাত করতে উদ্যত হন। ঘটনাস্থলে উপস্থিত আবুল হোসেন (৫৫), আব্দুল মজিদ(৬২), নজরুল ইসলাম নজু (৫৫)সহ স্থানীয় লোকজনের হস্তক্ষেপে রক্ষা পান ওই মুক্তিযোদ্ধা। পরে সুযোগ বুঝে ওই মুক্তিযোদ্ধাকে খুন জখম করারও হুমকী দেন রতন পোদ্দার বলে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন বলেন, আমি থানায় অভিযোগপত্রটি পাঠিয়েছি এবং ওসিকে বলেছি বিষয়টি দেখার জন্য।

এছাড়াও সদর ইউনিয়ন চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি বিষয়টি সুরাহা করার জন্য। ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জানান, করোনা পরিস্থিতির কারণে অফিসাররা খুবই ব্যস্ত। এর মধ্যেই দ্রুততর সময়ে তদন্ত করে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, সোমবার (৩০ মার্চ) সরেজমিনে গিয়ে বিষয়টি সুরাহার উদ্যোগ গ্রহন করবো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button