আন্তর্জাতিক

পাকিস্তানকে একাত্তরের মতো ভুল না করতে বললেন রাজনাথ

পাকিস্তান ১৯৬৫ কিংবা ১৯৭১ সালের মতো যুদ্ধ জড়ানোর ভুল না করতে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। খবর: আনন্দবাজার ও এই সময়। ভারতের পাটনায় রবিবার তিনি বলেন, ‘পাকিস্তান যেন ১৯৬৫ কিংবা ১৯৭১ সালের মতো যুদ্ধ করার ভুল আর না করে। কারণ, যত বারই যুদ্ধ হয়েছে, ভারতই জিতেছে।’

রাজনাথ বলেন, ‘যদি ফের তারা তা করে, তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে তাদের ভাবতে হবে…। বালোচ ও পশতুনদের মানবাধিকার লঙ্ঘন করছে তারা। এটা চলতে থাকলে কোনো শক্তি পাকিস্তানের ভাঙন আটকাতে পারবে না।’

তার মতে, পাকিস্তানকে ধ্বংস করতে ভারতকে কিছুই করতে হবে না। যেভাবে নিজেদের মাটিতে জঙ্গিদের মদদ দিচ্ছে তারা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে, সে সবই পাকিস্তানকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে।

ইসলামাবাদকে চ্যালেঞ্জ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘দেখি কত জঙ্গিকে ওরা ভারতে পাঠাতে পারে! একজনও ফিরে যাবে না।’

গত ৫ আগস্ট ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার পর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দু’দেশই পরস্পরকে যুদ্ধের হুমকি দিয়ে আসছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button