রাজশাহী বিভাগ
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে তালোড়ায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ও প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল এর সহযোগিতায় করোনায় অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিদ্যালয় চত্বরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, শিক্ষক এ.কে.এম আব্দুল মাহাবুব রিন্টু, প্রাক্তন শিক্ষার্থী বাবুল হোসেন, মেরাজুল ইসলাম, ডা. বিবেক পোদ্দার, আবু ফেরদৌস তুহিন সহ আরও অনেকে। এ দিন ১৩০জন অসহায় নারী ও পুরুষের মাঝে ৮ কেজি চাল, আধা কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা কেজি চিনি, আধাকেজি লাচ্ছা ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।