রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেড় বছর পর পাঠদান শুরু

টিএমএসএস মেডিকেল কলেজ ঠেঙ্গামারা বগুড়ায় নিজস্ব ক্যাম্পাসে সরকারের নির্দেশনা অনুযায়ী দেড় বছর পর গতকাল সোমবার থেকে এমবিবিএস কোর্সের পাঠদান শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর তা খুলে দেওয়ায় মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। করোনা মহামারীর কারণে সারা দেশের মেডিকেল কলেজের মতো টিএমএসএস মেডিকেল কলেজও বন্ধ ছিল। মেডিকেল কলেজ খোলার সরকারি নির্দেশনা পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ কলেজ খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করে। প্রত্যেক শিক্ষার্থী মাস্ক পরে কলেজে প্রবেশ করে। ক্যাম্পাসে রাখা বেসিনে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করে। তারপর অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেল ও পালস এবং থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করানো হয়। ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট আসনে বসানো হয়। শিক্ষার্থীরা প্রায় দেড় বছর পর স্বশরীরে ক্লাসে উপস্থিত হয়। বিদেশী শিক্ষার্থীরা অনলাইন জুমের মাধ্যমে পাঠদানে যুক্ত হয়। গতকাল এমবিবিএস’র প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের এবং বিডিএস’র প্রথম, দ্বিতীয় ও শেষবর্ষের শিক্ষার্থীদের পাঠদান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের অধীনে বৃত্তিমূলক সাপলিমেন্টারী পরীক্ষাও অনুষ্ঠিত হয়। উল্লেখ্য করোনা ভাইরাস মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় অনলাইন জুমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত ছিল। এছাড়া বিএসসি নার্সিং এর ৩য় ও ৪র্থ বর্ষের এবং নার্সিং ডিপ্লোমা ও মিডওয়াইফারী ডিপ্লোমার ২য় ও ৩য় বর্ষের ক্লাস শারিরীক উপস্থিতিতে শুরু হয়েছে। অন্যান্য বর্ষের ক্লাস অনলাইন অনুষ্ঠিত হচ্ছে। টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহজাহান আলী সরকার জানান কভিড-১৯ মোকাবেলায় সরকারের সকল নির্দেশনা মেনে আমরা শিক্ষার্থীদের পাঠদান করছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button