বগুড়ায় প্রথম স্বয়ংসম্পূর্ণ ক্যাথল্যাব স্থাপনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সঙ্গে স্পেস মেড এন্টারপ্রাইজ লিঃ এর মধ্যে রাজধানী ঢাকার বাইরে বগুড়ায় প্রথম স্বয়ং সম্পূর্ণ ক্যাথ ল্যাব স্থাপনের জন্য পাঁচ তারকা হোটেল মম ইন এর কনফারেন্স হলে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অত্র ক্যাথ ল্যাব স্থাপন ও কার্যকর করার জন্য কার্ডিয়াক সংক্রান্ত চিকিৎসা,অস্ত্রপচারসহ যাবতীয় সেবা দেওয়ার জন্য প্রায় পৌনে একশত কোটি টাকার যন্ত্রপাতি এবং শ্রেণী নির্বিশেষে সেবা সরবরাহকারীগণের মধ্যে দেশে এবং বিদেশে প্রশিক্ষণ দ্বারা উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা থাকবে। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রতি অষ্ট্রেলিয়ার জিং গ্রুপ হোল্ডিংস এর সঙ্গে জিনোম সিকোয়েন্স পরীক্ষা করার নিমিত্তে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরী স্থাপন ও সেবা দেওয়ার নিমিত্তে টিএমএসএস‘র সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।