রাজশাহী বিভাগ
বাপা বগুড়া শাখার আয়োজনে করোনা ভাইরাসে কর্মহীন ও মধ্যবিত্ত ১২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্কঃ শনিবার ২৩ মে বেলা ১১ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় বাপা বগুড়া শাখার আয়োজনে জলেশ্বরীতলাস্থ স্বপ্ন’র কার্যালয়ে করোনা ভাইরাসের লকডাউনের কারণে কর্মহীন পরিবেশ কর্মীদের ও ক্ষতিগ্রস্থ মধ্যবিত্ত ১২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাপার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক ও বাপার নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর,বাপার সহ—সভাপতি মোঃ আব্দুল মান্নান,এ্যাড. মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান,সৈয়দ ফজলে রাব্বী ডলার,শাহান—ই—জেসমীন ডরোথী, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা,সাংগঠনিক সম্পাদক এম ফজলুল হক বাবলু,নির্বাহী সদস্য ফাররুখ আকবর,সাঈদ সিদ্দিকী,নিভারানী সরকার,মথুরা সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মোঃ জাহিদুর রহমান প্রমুখ।