রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস এর উদ্যোগে মাদক ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক

স্টাফ রিপোর্টারঃ টিএমএসএস পরিবেশ বিভাগের উদ্যোগে গত সোমবার বগুড়া সদর উপজেলার বালা কৈগাড়ী মধ্যপাড়া গ্রামে পরিবেশ সংরক্ষণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় মহিলাগণ, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে প্রায় ২০০ জন মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন। মূল বক্তা হিসাবে বক্তব্য রাখেন টিএমএসএস এর পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরকোলা ইউপি‘র সাবেক মেম্বার ও মসজিদের ইমাম আলহাজ্ব মোবারক আলী প্রামানিক। সভায় বক্তব্য রাখেন বালা কৈগাড়ী ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, বালা কৈগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুনুর রশিদ, সমাজ সেবক মোঃ আব্দুর রশিদ মন্ডল, সমাজ সেবক আব্দুল হামিদ প্রমূখ। উপস্থিত মহিলাদের মধ্যে বক্তব্য রাখেন গৃহিনী তাহমিনা বেগম, কলেজ শিক্ষার্থী সোহাগী খাতুন। বক্তাগণ পরিবেশ সংরক্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য সম্মিলিত ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এলাকার জনগণকে সমাজের জন্য ক্ষতিকর বিষয়গুলির প্রতি দৃষ্টি রেখে সম্মিলিত ভাবে কাজ করার আহŸান জানান। সভায় উপস্থিত টিএমএসএস এর কর্মকর্তারা জানান সংস্থার পক্ষ থেকে এলাকায় টিএমএসএস এর স্বেচ্ছাসেবকগণ নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন। পরিবেশ সংরক্ষণের জন্য পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। সভায় পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে এলাকার প্রতিটি পরিবারকে নিজ নিজ স্বার্থে এগিয়ে আসা এবং সম্মিলিত ভাবে কাজ করার আহŸান জানানো হয়। সভা শেষে স্থানীয় বালা কৈগাড়ী ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে টিএমএসএস এর আয়োজনে ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button