রাজশাহী বিভাগ

মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের মাঝে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন ঋণ বিতরণ অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর যুগান্তকারী সৃষ্টি গৃহায়ন তহবিল। অত্র তহবিল দ্বারা প্রায় পাঁচ লক্ষ গৃহ ইতিমধ্যেই জনবান্ধব বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কর্তৃক দেশের প্রত্যন্ত অঞ্চলে গৃহহীনদের মধ্যে এনজিও’র মাধ্যমে স্থাপন করা হয়েছে। বাংলাদেশের প্রায় ৬৫০টি এনজিও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর নেতৃত্বে গৃহায়ন তহবিলের সদস্যভূক্ত আছে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ভবনের সভাকক্ষে মাননীয় গভর্ণর এর প্রধান অতিথিত্বে অনুষ্ঠিত সভায় ২৪টি এনজিও’কে মুজিব বর্ষ উপলক্ষ্যে বিশেষ গৃহায়ন ঋণ এর চেক বিতরণ অনুষ্ঠানে এনজিও’দের পক্ষে টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সহ গৃহায়ন তহবিল এর স্টিয়ারিং কমিটির সভ্যবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর সহ উর্দ্ধতনগণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি মাননীয় গভর্ণর ফজলে কবির সহ সংশ্লিষ্ট উর্দ্ধতনগণের বক্তব্যে ঐক্যমত্য হয় যে, পবিত্র আবেগ দ্বারা গৃহ দিলেও গৃহবাসীর জীবন যাত্রা উন্নত করার জন্য গৃহকে আয় বর্ধন মুলক খামার ও বিপণন কেন্দ্রে পরিণত করে গৃহবাসীদের জীবনমান উন্নত করত: বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করতে হবে। এই জন্য স্থানীয় পর্যায়ে জিও এনজিও একাকার হয়ে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন সফল করতে হবে। প্রধানমন্ত্রী, গৃহায়ন তহবিল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে টিএমএসএস’র নির্বাহী পরিচালক মাননীয় গভর্ণর এর হাত থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহায়নের বিশেষ চেক গ্রহণ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button