রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় পল্লীমঙ্গলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টিএমএসএস এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল শাখা অফিসে সোমবার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালক আব্দুস সালাম। টিএমএসএস এইচইএম সেক্টরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস’র জোনাল ম্যানেজার শাহীন মাহমুদ, এরিয়া ম্যানেজার আমিনুল হক, শাখা ব্যবস্থাপক আবুল খায়ের প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ খানম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রাচীন ধ্যান ধারণার কারণে সমাজ থেকে বাল্য বিয়ে দূর করা যাচ্ছে না। বাল্য বিয়ে ও যৌতুকের কুফল তুলে ধরে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সমাজ থেকে এই ব্যাধী দূর করতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button