রংপুর বিভাগ
উলিপুরে এক সন্তানের জননীর আত্মহত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরের পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া গ্রামের এক সন্তানের জননীয় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের কারণে ও স্বামী মমিনুল ইসলামের সাথে অভিমান করে গৃহবধু সুমা আক্তার (২৯) গলায় ওড়না পেঁচিয়ে বুধবার (১৬জুন) গভীর রাতে শয়ন ঘরের ধরণার সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে। তার স্বামীর আরও এক স্ত্রী আছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
উলিপুর থানার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।