রংপুর বিভাগসারাদেশ

চিলমারীতে উন্নয়ন কাজে অনিয়মের দায়ে প্রধান শিক্ষককে বদলীর নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্পে অনিয়মের দায়ে প্রধান শিক্ষককে দুর্গম এলাকায় তাৎক্ষনিক বদলীর নির্দেশ প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। উপজেলার থানাহাট ২নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি এ নির্দেশ প্রদান করেছেন।
জানাগেছে, রোববার বিকেলে প্রতিমন্ত্রী এক সরকারী সফরে এসে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণকালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় শহীদ মিনার নির্মাণসহ অন্যান্য কাজের গুণগত মান দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। চলতি অর্থ বছরে ওই বিদ্যালয়ে জন্য শহীদ মিনার নির্মাণ বাবদ ১লাখ ৫০ হাজার টাকা, ¯িøপের ৭০ হাজার টাকা, ওয়াশ ব্লক মেরামত ২০ হাজার টাকা, ডিজিটাল শ্রেণিকক্ষ বাবদ ১লাখ ২২ হাজার টাকা, রুটিন মেইনটেনেন্স বাবদ ৪০ হাজার টাকা, প্রি-প্রাইমারী শ্রেণিকক্ষ বাবদ ১০ হাজার টাকা, খেলাধুলার সরঞ্জাম বাবদ ১লাখ ৫০হাজার টাকা ও দুর্যোগকালীন হিসেবে ৫হাজার টাকা মিলে মোট ৫লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ আসলেও বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে নামে মাত্র কাজ দেখিয়ে বরাদ্দের সিংহভাগ টাকা পকেটস্থ করার অভিযোগ উঠেছে।
বিদ্যালয়টি পরিদর্শণ কালে শ্রেণিকক্ষ অপরিস্কার, রং না করা, শহীদ মিনার নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়ম পরিলক্ষিত হলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানকে দুর্গম চরাঞ্চলে বদলীর জন্য উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেন।
এসময় রংপুর বিভাগের উপ-পরিচালক,মোঃ মোজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এডবিইউ এম রায়হান শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ###

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button