লিড নিউজ

বিশ্বে শনাক্ত ১৮ কোটি ৭১ লাখের বেশি, মৃত্যু ৪০ লাখ ৩৬ হাজার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪০ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। একই সঙ্গে শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৭১ লাখের বেশি।

মঙ্গলবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৮ কোটি ৭১ লাখ ৬৮ হাজার ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪০ লাখ ৩৬ হাজার ৮৫৭ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৭৫ জন এবং মারা গেছেন ছয় লাখ সাত হাজার ৩৯০ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি আট লাখ ৭৪ হাজার ৩৭৬ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ আট হাজার ৭৬৪ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯১ লাখ ছয় হাজার ৯৭১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৩৪ হাজার ২৩৩ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেয়া হয়েছে ৩৪৬ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৫৫৯ ডোজ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button