রংপুর বিভাগ
কুড়িগ্রামে ব্যালট বাক্স ছিনতাই ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় জেলার যাত্রাপুর ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার(১৯ ডিসেম্বর) রাতে জেলা সদরের পুরাতন শহর থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার সকালে অভিযুক্ত সাবেক ঐ ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা মো: মাহাবুব সরকার কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
পুলিশ সুত্র জানায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গম এলাকা ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বরত ব্যাক্তিরা ফেরার পথে ২৮ নভেম্বর রাতে ব্যালট বাক্স ছিনতাই হয়। ওই রাতেই ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ওই ইউনিয়নের নিকটতম পরাজিত চেয়ারম্যান পার্থী মোঃ শাহজামাল সরকারসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখীত মামলার প্রধান আসামী হিসেবে সাবেক এ ছাত্র নেতা কে আটক করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোঃ শাহরিয়ার বলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মো: মাহবুব সরকারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওই ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন। পরে নির্বাচনের ৪ দিন পর আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল গফুরকে যাত্রাপুর ইউপির চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষনা করেন। এর এক সপ্তাহ না যেতেই আবারো ফলাফল স্থগিত ঘোষণা করে পুনরায় ব্যালট বাক্স ছিনতাই হওয়া কেন্দ্রে ভোট গ্রহনের ঘোষনা দেন নির্বাচন কমিশন।