রংপুর বিভাগ

জলঢাকায় জোড়া শিশু লামিশা লাবিবার অপারেশন কাল

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০১৯ সালের ১৫ এপ্রিল কৈমারী ইউনিয়নের যদুনাথপুর পাড়ার লাল মিয়া মনিশা দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া লাগানো দুই শিশু লামিশা ও লাবিবা। সন্তান নিয়ে যেখানে আনন্দে দিন কাটানোর কথা সেখানে ছিল মা বাবার চোখে মুখে হতাশার ছাপ। শুর হয় হাসপাতালে দৌড় ঝাপ।¯’ানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে মাত্র ৯ দিন বয়সে লাবিবা লামিশাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অবশেষে প্রায় ২ বছর পর আলোচিত জোড়া শিশু লাবিবা ও লামিশার অপারেশন করা হবে আগামী সোমবার। দশ থেকে এগারো ঘণ্টা লাগতে পারে এই অপারেশনে।ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত ৩৫ চিকিৎসক এ অপারেশনে অংশ নিবেন বলে ১১ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে জোড়া শিশুর অস্ত্রোপচার বিষয়ে জানানো হয়।এছাড়াও সংবাদ সম্মেলনে সোমবার সকাল ৮ টায় অপরেশন শুর“ হবে এবং ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ অপরেশনের সকল খরচ বহন করবেন বলে জানান ঢাকা মেডিকেলের শিশু সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আশরাফুল হক কাজল।জোড়া শিশু লাবিবা লামিশার অস্ত্রপাচারে খবর ছরিয়ে পরায় আনন্দের শেষ নেই লাল মিয়ার এলাকায়। ¯’ানীয়রা জানান, জন্মের পর থেকে বা”চাদের নিয়ে ওদের বাপ মা মেডিকেলে মেডিকেলে ঘুরছে। এবার যেন ভাল ভাবে ফিরে আসে এই প্রত্যাশা এবং সফল অপরেশনের স্বপ্ন দেখছেন সবাই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button