খেলাজাতীয়লিড নিউজ

আমার টাকাটা দিয়ে দেন, পাপনকে সাকিব

ব্যালান্সড দল নিয়েও ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। অষ্টম স্থানে থেকে আসর শেষ করেন মাশরাফিবাহিনী। তবে ব্যক্তিগত সাফল্যে উদ্ভাসিত ছিলেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ৬০৬ রান এবং ১১ উইকেট নেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার। ঈর্ষণীয় পারফর্ম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে বোনাস চান তিনি।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন ক্রিকেট বোর্ড সভাপতি। বিশ্বকাপ শেষে ইতিমধ্যে দুটি সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ। শ্রীলংকায় গিয়ে খেলেছে ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ঘরের মাঠে খেলেছে ত্রিদেশীয় সিরিজ। প্রস্তুতি চলছিল আসন্ন ভারত সফরের।

ঠিক সেই মুহূর্তে বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। স্বভাবতই তার ওপর চটেছেন পাপন।

সাকিবের বোনাস চাওয়ার ইস্যু খোলাসা করে বোর্ড সভাপতি বলেন, সাকিবের সঙ্গে শেষ যে দিন দেখা হয়, সেদিনও সে টাকার কথা বলেছে। ও (সাকিব)বলেছে, বিশ্বকাপে এত ভালো খেললাম, আমাকে বোনাস দেন। আমি বললাম, ঠিক আছে-তুমি ভালো খেলেছো, প্রধানমন্ত্রীকে ডেকে একটা অনুষ্ঠান করে দেই।কই কোনো দিন তো এসব কথা প্রকাশ্যে বলে নাই সে।

পাপন জানান, মাঠের লড়াইয়ে ভালো পারফরম্যান্সের জন্য এখন পর্যন্ত ২৪ কোটি টাকা ক্রিকেটারদের বোনাস দেয়া হয়েছে। প্রতিনিয়ত তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। এরপরও কী করে টাকার জন্য ক্রিকেটাররা খেলা বন্ধ করে?

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button