শিক্ষাঙ্গন

ভিকারুননিসায় গভর্নিং বডির ৭ সদস্যের মনোনয়ন বাতিল

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনে গভর্নিং বডির সাবেক ৭ জন সদস্যদের নির্বাচনি মনোনয়ন বাতিল করা হয়েছে। ভর্তি বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের কারণে তারা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য গভর্নিং বডির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচনের প্রিসাইডিং অফিসার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা জামান এটি বাতিল করেন।

রবিবার (৬ অক্টোবর) মনোনয়ন বাছাইয়ের শেষ দিন এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, গত ১ থেকে ৩ অক্টোবর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়। রবিবার (৬ অক্টোবর) মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। বাছাইকালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আগের কমিটির সকল সদস্যের মনোনয়ন বাতিল করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গভর্নিং বডির সাবেক সভাপতি গোলাম আশরাফ তালুকদার জানান, ‘ভিকারুননিসা দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এখানে অভিভাবকদের পক্ষ থেকে সবার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। তারপরও সাবেক প্রার্থীদের মনোনয়ন বাতিল করা বেআইনি এবং সম্পূর্ণ অযৌক্তিক।’

এ সময় তিনি আরও জানান, ‘কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান (শিক্ষা মন্ত্রণালয়) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মনোনয়ন বাতিল করাটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না। এ বাতিলের সুনির্দিষ্ট কারণ সবার সম্মুখে তুলে ধরার আহ্বান জানাই।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ফৌজিয়া বলেন, ‘নির্বাচনের তফসিল অনুযায়ী সুষ্ঠুভাবে মনোনয়ন বাছাই কাজ শেষ হয়েছে। সেখানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনেকের মনোনয়ন বাতিল করেছেন প্রিসাইডিং অফিসার। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।’

সূত্রে জানা যায়, গত ৩ মে ভিকারুননিসার গভর্নিং বডির মেয়াদ শেষ হয়। এরপর থেকে ২৫ দিন প্রতিষ্ঠানটির কোনো গভর্নিং বডি ছিল না। পরে গত ২৮ মে চার সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। গভর্নিং বডির নির্বাচনের লক্ষ্যে গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে অ্যাডহক কমিটি। এছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর প্রিজাইডিং অফিসারও নিয়োগ দেয় ঢাকার জেলা প্রশাসক।

উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত মনোনয়ন বাতিলের সুযোগ রয়েছে এবং আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) ভিকারুননিসার চারটি শাখায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button