রংপুর বিভাগ
সৌদির সাথে মিল রেখে আজ রৌমারীর একটি গ্রামে ঈদ উদযাপন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের সাথে চাঁদ দেখার মিল রেখে আজ কুড়িগ্রামের রৌমারীতে ১টি গ্রামে সৌদির অনুসারীর দুইশ পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের মধ্যে পাড়া জামে মসজিদে প্রতি বছরের মতো এ বছরও ঈদের নামাজের জামাতের আয়োজন করা হয়েছে। রোববার (২৪ মে) সকাল ৮টায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১ নং ওয়ার্ডের গয়টাপাড়া এলাকার মধ্যে পাড়া জামে মসজিদে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে সৌদি অনুসারীরা অংশগ্রহণ করেন।