রাজশাহী বিভাগসারাদেশ

বড়াইগ্রামে অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকা দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম মাদরাসায় জমি আত্মসাৎ সহ কোটি টাকার দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম বাজারে মাদ্রাসার সামনে প্রায় সহস্রাধিক এলাকাবাসীরা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এর তদন্ত করে বিচার দাবি করেন।
এ সময় তারা বলেন,  মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত আলী দীর্ঘ আড়াই বছর ধরে কোন কমিটি গঠন না করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সেচ্ছাচারিতা ভাবে মাদ্রাসা পরিচালনা করে আসছেন। এ ছাড়া মাদ্রাসার প্রায় ১০০ বিঘা জমি নিজেই লিজ প্রদান করে তার কোন হিসাব না দিয়ে টাকা আত্মসাৎ করেন।এমনকি মাদ্রাসার পাশে মার্কেট নির্মাণ করে তার ভাড়াও ভোগ করেন অধ্যক্ষ। মাদ্রাসায় নিয়োগের নামে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে মোটা অংকের টাকা উৎকোচ নিয়েছেন বলেও জানান তারা ।এ বিষয়ে ইতি পূর্বে এলাকাবাসীরা জেলা প্রশাসক নাটোর, উপজেলা নির্বাহী অফিসার বড়াইগ্রাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বড়াইগ্রাম বরাবরে স্মারকলিপি প্রদান করেন । বিক্ষোভ মিছিলে  অংশগ্রহণকারীরা অবিলম্বে মাদ্রাসা কমিটি গঠনসহ দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ মালেক মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সদস্য মাহবুব রহমান বকুল, আওয়ামী লীগ নেতা ওইউ,পি সদস্য সেলিম রেজা, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরামুল আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজ উদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button