অর্থনীতি

ফের পেঁয়াজ রপ্তানি শুরু ভারতের

উৎপাদন সঙ্কটে পড়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পাঁচ মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার।

এবার বাম্পার ফলন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন ভারতের খাদ্যমন্ত্রী  রাম বিলাস পাসোয়ান।

গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশে এই পণ্যের বাজারে দেখা দেয় অস্থিরতা। এই নিত্যপণ্যের দাম প্রতি কেজি ৩০-৪০ টাকা থেকে আড়াইশ’ টাকায় উঠে যায়।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার চীন, তুরস্ক, মিশর, মিয়ানমার থেকে আমদানি করে বাজার সামলানোর চেষ্টা চালালেও পেঁয়াজের দর এখনও একশ কেজির আশপাশে ঘোরাফেরা করছে।

এর মধ্যেই ভারত থেকে ফের পেঁয়াজ আমদানির পথ খুলল।

বুধবার এক টুইটে পাসোয়ান বলেন, “যেহেতু পেঁয়াজের বাজার এখন স্থিতিশীল, ফলনও হয়েছে বাম্পার, তাই সরকার রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি জানান, এ মৌসুমে ভারতে প্রতিমাসে ক্ষেত থেকে ৪০ লাখ টনের মতো পেঁয়াজ উঠবে বলে আশা করা হচ্ছে, যেখানে গত বছর উঠত মাসে ২৮ লাখ ৪০ হাজার টন।

বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৮ লাখ টন বলে ধরা হয়। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১৮ লাখ টনের মতো। চাহিদার বাকিটা ভারত থেকে আমদানি করে মেটানো হচ্ছিল।

গতবার ভারত রপ্তানি বন্ধ করে দিলে বড় ধাক্কা খায় বাংলাদেশ। সেই সঙ্গে দেশের ব্যবসায়ীরা মজুদ রেখে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন বলেও অভিযোগ ওঠে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button