খেলা

ক্রিকেটারদের আন্দোলন নিয়ে কী বলছে বিসিবি

হঠাৎ করেই ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন, পারিশ্রমিক বৃদ্ধির মতো দাবি উত্থাপন করেছেন ক্রিকেটাররা। সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলনে। এমনকি ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে কথা বলেছেন স্বয়ং সাকিব আল হাসান।

হঠাৎ ক্রিকেটারদের এই আন্দোলন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান কি? ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেওয়ার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

সাকিব-মুশফিকদের এই আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি মূলত। আমাদের সঙ্গে ফরমালি কোনো কমিউনিকেশন হয়নি। অবশ্যই খেলোয়াড়রা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বিষয়গুলো আমরা পেলে বোর্ডকে কমিউনিকেট করব। পরবর্তীতে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগ চলমান। দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে রবিবার। তৃতীয় রাউন্ড শুরু হবে ২৪ অক্টোবর। অন্যদিকে ২৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল ভারত সফরের ক্যাম্প। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ডাক দিয়েছেন ক্রিকেটাররা।

নিজাম উদ্দিন বলছেন, ‘খেলোয়াড়দের বিভিন্ন দাবি দাওয়া বিভিন্ন সময় আসে। আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব সমন্বয় করা। আজকে বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা অবশ্যই বোর্ড লেভেলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

কিন্তু ক্রিকেটারদের এই অবস্থানকে কি বিদ্রোহ হিসেবে দেখছে বোর্ড? এমন এক প্রশ্নে নিজাম উদ্দিন বলেন, ‘এ ধরনের কোনো বিষয় নয়। খেলোয়াড়রা তো বোর্ডেরই পার্ট। যে কোনো বিষয়ই বা সমস্যা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’

অন্যদিকে ভারত সফর অনিশ্চয়তার মুখে পড়ল কিনা জানতে চাই বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বিষয়টা মাত্র আমরা জানলাম। তারপরও ফরমালি জানানো হয়নি। আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। বিষয়টা যত তাড়াতাড়ি সমাধান করা যায় আমরা সেটা দেখব।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button