খুলনা বিভাগসারাদেশ

মহম্মদপুরের মধুমতি নদীতে আবারও ভাঙ্গন শুরু দুশ্চিন্তায় এলাকাবাসী

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে ঝামা বাজারের পাশে মধুমতি নদীতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে এলাকাবাসীরা। প্রায় প্রতি বছর মধুমতি নদীতে কম-বেশি ভাঙ্গন দেখা যায় কিন্তু মহামারীর বছরে বর্ষা মৌসুম এর পূর্বেই মধুমতীতে হঠাৎ করে বেঁড়িবাধ ধঁষে পড়ে। এতে করে ঝুঁকিতে পড়েছে ঝামা বাজারসহ নদীর আশেপাশের বসতবাড়ি,এছাড়া এখানে ঝামা মাধ্যমিক বিদ্যালয়, ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঝামা মাদ্রামা,এতিমখানা,মসজিদসহ নতুন বসতবাড়ি ও প্রচুর ঝুঁকিতে রয়েছে।এলাকাবাসীর দুশ্চিন্তা বাড়িয়ে নতুন বছরেই বিস্তৃত এলাকা নিয়ে ধসে পড়ে নদীর পাড়।এতে করে সরকার প্রদত্ত বেঁড়িবাধ ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্তৃত অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। বেড়িবাধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।প্রায় ৫০ মিটার এলাকার ব্লক স্থানচ্যুত হয়েছে এবং তাতে করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।শুধু এখানেই শেষ নয়,বাঁধ এর মধ্য দিয়ে এবং আশেপাশে দেখা দিয়েছে তীব্র ফাটল।এমন অবস্থায় এখনি যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে বর্ষা মৌসুমে ভাঙ্গান তীব্র আকার ধারণের সম্ভাবনা রয়েছে।ফলে বিলীন হতে পারে ঝামা বাজারসহ পুরো মহেশপুর ও ঝামার নদীর তীরবর্তী আবাসন।ভাঙ্গান প্রসঙ্গে নদীপাড়ের বাসিন্দা মহম্মদ শাহীদুল ইসলাম এর স্ত্রী বলেন” এখনি যদি কিছু করা না যায় তাহলে আমাদের বসতি পুরা-পুরি ঝুঁকিতে পড়ে যাচ্ছে।নতুন বাড়ি এখনো কাজ শেষ হয়নি তার আগেই যদি এমন হয় তাহলে আমারা কি করবো।”সরেজমিনে গিয়ে দেখা যায় একমাসের ব্যাবধানে ব্লকবাধের অবস্তুা ভয়ংকর হয়ে দেখা দিয়েছে এবং একই পরিস্থিতি বিদ্যামান থাকলে ভাঙ্গান রোধ করা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্বাবনা রযেছে।
এলাকাবাসীর একটাই দাবী এই প্রাকৃতিক দূযোগে সরকার কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button