জাতীয়শিক্ষাঙ্গনসংস্কৃতি

আজ কেন্দ্রীয় খেলাঘরের জাতীয় সম্মেলনের ১ম দিন

জোবায়ের হোসেন : দেশব্যাপী শিশু হত্যা, নির্যাতনসহ শিশুদের জন্য সামাজিক প্রতিকূল পরিবেশের কারণে এবার অনাড়ম্বরপূর্ণ জাতীয় সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। জাতীয় পর্যায়ের শিশু-কিশোরদের বৃহত্তম এ সংগঠনের দু’দিনব্যাপী সম্মেলন আজ শুক্রবার সকাল ১০টায় শিশু একাডেমিতে সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের জাতীয় সম্মেলনের অঙ্গীকার হচ্ছে ‘এই দেশটাকে ভালোবেসে এসো, শান্তি সুখের দ্বার খুলি, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলি’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

দ্বিতীয় দিনে বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালের কণ্ঠের সম্পাদক এবং লেখক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, কবি হাবীবুল্লাহ সিরাজী প্রমুখ। সন্ধ্যায় শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ১৯৫২ সালের দুই মে যাত্রা শুরু হওয়া এই সংগঠনের বিস্তৃতি আজ দেশজুড়ে। শিশু অধিকার রক্ষা, শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ, বিজ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দেশপ্রেম তথা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে খেলাঘর। সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পর পর সম্মেলন আয়োজন হয়। এরই ধারাবাহিকতায় এবারেও জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতীয় সম্মেলনে জেলা, আঞ্চলিক, মহানগরসহ শাখা আসরের প্রতিনিধিরা অংশ নেবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button