রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীতে সততা পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

নীলফামারী জেলা প্রতিনিধি: বিশ্বমহামারী করোনা ভাইরাসের প্রভাবে জনজীবনের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। দীর্ঘ ৫ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা চরম বিপর্যয়ে পড়েছে। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে নীলফামারীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ঘরে বসে পরীক্ষার ব্যবস্থা করেছে। যেখানে মা কিংবা বাবা পালন করছে শিক্ষকের দায়িত্ব। শিক্ষার্থীরাও সততার পরীক্ষা দিচ্ছে।

খোজ নিয়ে জানা যায়, নীলফামারীর সদর উপজেলার ছমির উদ্দীন উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর উপজেলার সরকারি কারিগরি কলেজ,লায়ন্স স্কুল এন্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, আল-ফারুক একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুলসহ বেশ কিছু সরকারি বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে ঘরে বসে অনলাইন ক্লাসের পাশাপাশি ঘরে বসেই পরীক্ষা নিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান গৃহীত এসব পদক্ষেপ অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের মাঝে বৃদ্ধি পেয়েছে পড়ালেখার গতি। সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার শাহানাজ পারভিন নামের এক অভিভাবক বলেন, আমার মেয়ে ফারিহা ইসলাম মৌ আল-ফারুক একাডেমিতে ১০ম শ্রেণিতে পড়ালেখা করে। দীর্ঘদিন বন্ধ থাকায় সে অনেকটা পড়ালেখা বিমুখ হয়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ঘরে বসে পরীক্ষা নেয়ায় আবার পাড়ালেখার দিকে ঝুকে পড়েছে। একই উপজেলার লায়ন্স স্কুল এন্ড কলেজের এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছা: নেহা বলেন, স্যাররা ঘরেই পরীক্ষা নেয়ায় পড়ালেখার গতিটা বেড়েছে। তা না হলে পড়ালেখায় মনোযোগ আসছিল না। ঘরে বসে পরীক্ষা নিচ্ছেন সৈয়দপুর উপজেলার এমন শিক্ষাপ্রতিষ্ঠান আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ১৬ আগষ্ট থেকে পরীক্ষা শুরু হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের বাড়িতে পরীক্ষার প্রশ্ন ও খাতা পাঠিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা মা-বাবার সহযোগিতায় পরীক্ষা দিয়ে খাতা পৌছে দিবে। একই উপজেলার সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান বলেন, অনলাইন ক্লাসের মাধ্যমে নিয়মিত ক্লাস নেয়া হচ্ছে। বিষয় শিক্ষকদের সহযোগিতায় ঘরে বসেই শিক্ষার্থীরা সততার পরীক্ষাতেও অংশগ্রহন করছে। সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন বলেন, দেশের সকল শিক্ষার্থীরা যাতে ঘরে বসে লেখাপড়া করতে পারে সে জন্য সরকার সংসদ টিভির মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া এ উপজেলায় শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন স্কুল চালু করা হয়েছে। তিনি আরও জানান, করোনা ভাইরাস মহামারিতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে ক্লাস করাচ্ছেন এবং ঘরে বসে পরীক্ষা নিচ্ছেন নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button