জাতীয়

এমপি রিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতাসংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের কন্যা, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দুই ছেলে ও পুত্রবধূও কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।

রক্তে অক্সিজেন কমে যাওয়ায় এবং শরীরে জ্বর-ঠাণ্ডা-সর্দি থাকায় মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে তাকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়। এমপি রিমির স্বামী মোস্তাক হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মোস্তাক হোসাইন জানান, সিমিন হোসেন রিমি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ২৫ মার্চ করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন। পরদিন তার নমুনা পরীক্ষায় ফল পজিটিভ এলে রাষ্ট্রীয় ওই অনুষ্ঠানে যোগ না দিয়ে হোম আইসোলেশনে থাকেন তিনি। পরে পরিবারের অন্য সদস্যরাও নমুনা পরীক্ষা করান। এতে তার দুই ছেলে এবং তাদের স্ত্রীদের দেহেও করোনা শনাক্ত হয়।

অসাধারণ মানবীয় গুণাবলির অধিকারী এই সংসদ সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়া উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button