জাতীয়রাজনীতিলিড নিউজ

ঐক্যফ্রন্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে চলতি মাসে

চলতি মাসের ১৩ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা করবে এই জোট। এতে জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

রবিবার (০৬ অক্টোবর) বিকালে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

আ স ম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট অতীতেও ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতে আমাদের ঐক্য আরও সুদৃঢ় হবে।

ক্যাসিনো-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (বহিস্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতারের বিষয়ে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ এ নেতা বলেন, তিনি গ্রেফতার হলেন রবিবার। এর দুই সপ্তাহ আগে তো তার কার্যালয়েই ছিলেন। তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকায় পৌঁছালেন? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কী করছিল?

আমাদের আজ প্রশ্ন করে লাভ নেই বলে মন্তব্য করে জেএসডি সভাপতি বলেন, সম্রাট গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে আপনারা বহু সাম্রাজ্যের খবর পাবেন। টপ টু বটম সবকিছুই আপনারা শুনতে পারবেন।

প্রধানমন্ত্রীর চারদিনের ভারত সফর প্রসঙ্গে ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা শেষ হয়নি। আমরা এ বিষয়ে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করবো না।

এর আগে জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। ড. কামালের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির তানিয়া রহমান ডালিয়া, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button