অর্থনীতি

বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের ২৬তম মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের ২৬তম মতবিনিময় সভা শনিবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন আলু একটি অর্থকরী ফসল যা বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এর জন্য দরকার সরকারের সার্বিক সহযোগীতা। সরকারের সঙ্গে কথা বলার জন্য কোল্ড ষ্টোরেজ মালিকদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। অসম প্রতিযোগীতা বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আরও বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর,সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন,সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিঠু,সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজ্জাদ হাসান বাদল, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার মাহ্রুখ হোসেন,উত্তরা কোল্ড ষ্টেরেজের স্বত্বাধিকারী মোঃ আজিজুল হক, টিএমএসএস এর পরিচালক (চিফ প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর বগুড়া জেলা কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ,বিভিন্ন কোল্ড ষ্টোরেজের স্বত্বাধিকারী ও কর্মকর্তাগণ। সামনে আলু সংরক্ষণ মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে ৫ টাকা দাম নির্ধারণ করা হয়। সরকারি নির্দেশনা মেনে ৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পূর্ণ বস্তা ব্যবহার করার জন্য কৃষক ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button